মনোহরদীতে আনোয়ার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

মনোহরদীতে আনোয়ার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ)বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ও বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে

উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ক্রেতাদেরকে ওজনে পেট্রোল কম দেওয়ায় ওজন ও পরিমাপ দন্ড আইন-২০১৮ এর ধারা মোতাবেক আনোয়ার ব্রাদার্স,সিএনজি এণ্ড এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স-সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

More News...

গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত