মনোহরদীতে গাড়ী আটকে ডাকাতি,গাড়ী ভাংচুর প্রায় ৩ লক্ষ টাকা লুট
মো.এমরুল ইসলাম , জেলা প্রতিনিধি-নরসিংদী:
মনোহরদীতে গাড়ী আটকে ডাকাতির সময়,গাড়ী ভাংচুর সহ প্রায় ৩ লক্ষ টাকা লুট করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া সুইসগেটে এই ঘটনা ঘটে।
গাড়িচালক জানান, সোমবার সকালে মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে নেসলে কম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়। চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিলো। লেবুতলা ইউনিয়নের গজারিয়া সুইসগেটের সামনে পৌঁছলে সাদা রংয়ের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কোম্পানির গাড়িটি আটকায়। এসময় ডাকতদের গাড়ি থেকে ৭-৮ জন মুখোশপড়া যুবক ধারালো অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে। এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।
নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায় এবং ব্যাগে পণ্য বিক্রির দুই লাখ ৯০ হাজার টাকা ছিলো।