মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির পূনর্মিলনী সভা অনুষ্ঠিত

মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির পূনর্মিলনী সভা অনুষ্ঠিত

মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির পূনর্মিলনী সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির মধুকৃষ্ণা ত্রয়োদশীর মন্দাকিনী স্নান উৎসব ও মেলা পরবর্তী পুনর্মিলনী সভা উদালিয়া চা বাগান চত্বরে অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীলের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মানস চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়।

সভায় অতিথি ছিলেন দাতা সদস্য ও পৃষ্ঠপোষক শ্রীযুত বাবু শিবলু দাশ, ডাঃ মানিক নাথ, উপদেষ্টা প্রভাত শীল, স্নান উৎসবের আয় ব্যয় উপস্থাপন করেন অর্থ সম্পাদক অনিল সেন। উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সদস্য সচিব ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জয়টু কুমার শীল। পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল দেব ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তরিৎ সেনের অকাল প্রয়াণে শোক প্রস্তাব পাশ করা হয়।

বক্তব্য রাখেন সহ-সভাপতি সাধন দে, সহ-সম্পাদক মাষ্টার বাবলা দে, সহ-অর্থ সম্পাদক প্রদীপ দাশ, ছোটন দাশ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, কানু শীল, সাংগঠনিক সম্পাদক দয়াল শীল, লিটন নাথ, মানিক নাথ, উজ্জ্বল শীল, মহিলা বিষয়ক সম্পাদক রূপসী বনিক অন্তরা, সুনন্দা চক্রবর্তী শম্পা, এডভোকেট সাথী শীল, সম্পাদক মন্ডলির সদস্য গুরুপদ শীল, নিতাই নাথ, আবেশ দাশ, সুজন শীল, বলাই শীল, ভোলা শীল, রাজীব নাথ, ডাঃ মিল্টন দে ছোটন, রুবেল ধর, কিরন ধর, রুবেল ভট্টাচার্য, বলাই নাথ, গকুল মল্লিক, শচীন ত্রিপুরা, রতন দেব, জিকু শীল, প্রবাল চক্রবর্তী, সজীব মল্লিক, রুপেশ শীল, সুমন দে প্রমুখ।

More News...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে, জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত