মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের আত্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মহসিন শান্ত (২৬) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ার টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শান্ত ওই এলাকার মুনসুর আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ তারিখে শান্তর মা মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

ঘটনার দিন দুপুরের পর থেকে তাকে দেখা যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শান্তর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তর বোন নাসরিন আক্তার জানান, “মা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে শান্ত। আজ দুপুরে পরিবারের অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলেও বাঁচানো যায়নি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে জানানো হয়েছে।