মির্জাপুরে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর পরিদর্শনের পর ধসে যাওয়া সড়ক মেরামত

মির্জাপুরে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর পরিদর্শনের পর ধসে যাওয়া সড়ক মেরামত

মির্জাপুরে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর পরিদর্শনের পর ধসে যাওয়া সড়ক মেরামত

‎মো.শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুর যৌথ পরিদর্শনে ধসে যাওয়া রাস্তাটি সংস্কার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) ইউএনও, এলজিইডি কর্মকর্তা, সংশ্লিষ্ট চেয়ারম্যান আলী হোসেন রনি সহ অন্যান্যরা উপস্থিত থেকে ভেঙে যাওয়া রাস্তায় মাটি ভরাটের পর খোয়া ফালিয়ে মেরামত করা হয়।

‎তথ্য মতে জানা যায়, কিছুদিন আগে উপজেলার লতিফপুর ইউনিয়নে এলজিইডি পাকাকরণ রাস্তা ভারী বর্ষণে ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছিল। পাথরঘাটা ভায়া তক্তারচালা বড়দাম গ্রামের রাস্তাটি ধসে যাওয়ায় জনসাধারণ মানুষের চলাচলে জনদুর্ভোগ দেখা যায়। ফলে বিভিন্ন এলাকার লোকজন যাতায়াতের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

‎মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ইউএনও এ.বি.এম.আরিফুল ইসলাম এবং সকলের সম্মিলিত পরিদর্শনে দ্রুত সময়ের মধ্যে ওই রাস্তাটির কাজ সম্পূর্ণ করা হয়। এখন জনগণের সুবিধার্থে যান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়েছে। বর্ষা শেষ হয়ে গেলে উক্ত অংশটি কার্পেটিং করে দেয়া হবে বলে জানান তিনি

‎এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, গত বুধবার থেকে কয়েকদিন যাবৎ রাস্তাটি ভেঙ্গে একটি বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। এতে কয়েক গ্রাম মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। খবর পেয়ে রাস্তাটি পরিদর্শন শেষে পুনরায় সংস্কার করে জনসাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দেয়া হয়েছে।