মির্জাপুরে পাইলিং করার সময় ফেটে যায় পাইপ, ৩৯ ঘণ্টা পরও চালু হয়নি গ্যাস সরবরাহ

মির্জাপুরে পাইলিং করার সময় ফেটে যায় পাইপ, ৩৯ ঘণ্টা পরও চালু হয়নি গ্যাস সরবরাহ

মির্জাপুরে পাইলিং করার সময় ফেটে যায় পাইপ, ৩৯ ঘণ্টা পরও চালু হয়নি গ্যাস সরবরাহ

মো.শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে মডেল মসজিদের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার ৩৯ ঘণ্টা পার হলেও মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। এতে প্রায় ২ হাজার আবাসিক গ্রাহক ও অন্তত ১০টি কারখানায় বিচ্ছিন্ন রয়েছে গ্যাস সরবরাহ।

জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে মির্জাপুর বাইমহাটী এলাকায় মডেল মসজিদ নির্মাণকাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে খননযন্ত্রের আঘাত লাগে। এ সময় বিকট শব্দে গ্যাস বেরোতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ দ্রুত গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। রোববার সকাল পর্যন্ত এই লাইন মেরামত সম্ভব হয়নি।

গ্যাস সংযোগ বন্ধ থাকায় মির্জাপুরের সোহাগপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকার দুই হাজার আবাসিক গ্রাহক সীমাহীন দুর্ভোগে আছেন। আবাসিক গ্রাহকরা প্রতিবেশীর চুলায় রান্না করে খাচ্ছেন। এ ছাড়া গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

তিতাসের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, পাইপটি আগে ১০ থেকে ১২ ফুট নিচে ছিল। মসজিদ নির্মাণের সময় নতুন মাটি ফেলে তা প্রায় ৩০ ফুট নিচে চলে গেছে। পানিভেজা নরম মাটিতে পাইপ মেরামতে জটিলতা তৈরি হয়েছে।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল গণমাধ্যমকে বলেন, ওই স্থানে গ্যাসলাইন আছে আমরা জানতাম না। স্থানীয় লোকজনও জানায়নি। একটা ভুল হয়েছে, তবে এতে ঠিকাদারের কোনো গাফিলতি নেই। লাইন মেরামতে তিতাসের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।

তিতাসের গাজীপুর চন্দ্রা এলাকার ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কাউছারুল ইসলাম জানান, ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে দ্রুত মেরামতের চেষ্টা চলছে।