মির্জাপুরে সাত মোটরসাইকেল চালকের জরিমানা
মো.শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকল চালানোর অপরাধে সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দুল্যা মনসুর গ্রামের তারেক আহমেদ শুভ (২২) ১ হাজার,, বুধিরপাড়া গ্রামের সুজন মিয়া (৩২) ৫শ, মির্জাপুর গ্রামের সুজন সরকার (২৫) ২ হাজার, মির্জাপুর বাজারের আপন (২২) ৫শ, হিলড়া গ্রামের শাকিল (৩২) ২ হাজার, রানাশাল গ্রামের রাহাত শিকদার (৩৫) ৫শ এবং ধামরাইয়ের সাইদপাড়ার আব্দুর রহিম (২৫) ১ হাজার টাকা।
এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশপাশের রাস্তায় যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চলাচল করায় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ বিনষ্ট করছিলেন। খবর পেয়ে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬,৭২, ৯২ ধারায় সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদারতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।