মির্জাপুরে ২৫৭টি মন্ডপে ষষ্ঠীপূজা শুরু ইউএন ‘র পরিদর্শন

মির্জাপুরে ২৫৭টি মন্ডপে ষষ্ঠীপূজা শুরু ইউএন ‘র পরিদর্শন

মির্জাপুরে ২৫৭টি মন্ডপে ষষ্ঠীপূজা শুরু ইউএন ‘র পরিদর্শন

মো.শান্ত মিয়া,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ২৫৭টি মন্ডপে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।

রোববার পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হয়। সায়ংকালে (সন্ধ্যায়) শুরু হয়েছে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে। বিদায় নেবেন দোলায় (পালকি)। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম উপজেলা সদরের পুষ্টকামুরী ও জামুর্কী ইউনিয়নের কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন মির্জাপু্র থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, সেনাবাহিনীর মির্জাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপজেলার আনসার ও ভিডিপি কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ।

পুরাণে আছে, অসুরশক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুরশক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়। আর আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী।