মুক্ত আকাশ দেখা হলো না এনামুলের

মুক্ত আকাশ দেখা হলো না এনামুলের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার ১০ বছরের সাজা খাটা এবং বিস্ফোরক মামলায় ৬ বছর জেলে থাকা এনামুল হক (৬৫) নামে এক হাজতি মারা গেছেন। এদিকে আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি চলছিল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় একজন হাজতি আইসিইউতে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মৃত এনামুল হকের মেয়ে মিনা বেগম বলেন, আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হন। তার ১০ বছর সাজা শেষ হলেও তিনি জেল থেকে বের হতে পারেননি। পরে তাকে আবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ বছর ধরে কারাগারে রাখা হয়। আজ বিস্ফোরক মামলার শুনানির দিন ছিল কিন্তু তার আর জেল থেকে খালাস পাওয়া হল না। দুনিয়া থেকে খালাস নিয়ে তিনি চলে গেলেন।

এদিকে আজ ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিনের আবেদন ওপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদেশ দেন  আদালত।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ