নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাঁচতলার ওয়ার্ডে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে কেউ হতাহত না হলেও, ২৫০ শয্যা বিশিষ্ট পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার সাধারণ ওয়ার্ডে আগুনের এই ঘটনা ঘটে। ৯টা ৪১ মিনিটে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। তবে হাসপাতালটিতে রক্ষিত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে নিয়ন্ত্রণ করায় আগুন ছড়াতে পারেনি।