মেহেন্দিগঞ্জে বিএনপির উদ্যোগে বৈশাখী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
মাহমুদুল হাসান ফরিদ,মেহেন্দিগঞ্জঃ
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় স্থানীয় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে এই বৈশাখী ফুটবল প্রীতি ম্যাচে অংশ নেন মেহেন্দিগঞ্জ পৌর একাদশ ও উলানিয়া একাদশ। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচের আহবায়ক ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দল আহবায়ক চৌধূরী শরিফা নাসরিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক। খেলায় উভয় দলই ভালো নৈপুণ্য প্রদর্শন করায় গোল শূন্য ড্র হয় বৈশাখী প্রীতি ম্যাচটি। পরে উভয় দলের খেলোয়াড়দের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।