কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে ঢাকার কেরানীগঞ্জে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ ) বিকেলে উপজেলার বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দ্য সিটি ফার্মেসির মালিক আমিনুল ইসলামকে এই জরিমানা করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
ঔষধ প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্য সিটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পেল জব্দ করা হয়েছে। এসময় ফার্মেসির মালিক আমিনুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ওষুধ ধ্বংস করা হয়েছে।