মে দিবসে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের বণার্ঢ্য র্যালী ও শোভাযাত্রায়- এম. নুরুল হুদা চৌধুরী
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ঘামে ভেজা প্রতিটি হাত গড়ে তোলতে পারে আগামীর সম্ভাবনার বাংলাদেশ। শ্রমই শক্তি, শ্রমিকই উন্নয়নের মূল ভিত্তি। শ্রমজীবী মানুষের ঘাম আর পরিশ্রমেই নতুন বাংলাদেশের স্বপ্ন বুনার অঙ্গীকারে ১৪০তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ১ মে বৃহস্পতিবার দুপুর ১১টায় পতেঙ্গা সি-বীচ চরপাড়া নৌ-ঘাটে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে পতেঙ্গা থানা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. সরোয়ারের সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, শ্রমিকের সম্মান রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, অদম্য বাংলাদেশকে এগিয়ে নিতে শ্রমিকদের ঐক্যবদ্ধতার বিকল্প নাই, শ্রমিক শ্রেণির ঐক্য শক্তিশালী করুন। প্রধান বক্তা বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান মাস্টার বলেন, ২০২৩ সালের গেজেট অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। অথচ পরবর্তী নতুন গেজেটও প্রণয়নের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তিনি সারাদেশে পোতাশ্রম নির্মাণ ও ভারতগামী জাহাজের নাবিকদের ল্যান্ডিং পাস দেওয়ার জোর দাবি জানান।
এসময় আরও বক্তব্য রাখেন পতেঙ্গা থানা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু তাহের মাস্টার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী সভাপতি মো. নুরুল আলম মাস্টার, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার, নির্বাহী সদস্য সেলিম মিয়া সুকানী প্রমুখ।
বক্তারা সম্প্রতি এম. টি. মার্কেন্টাইল ২১ অয়েল ট্যাংকারের নিহত শ্রমিক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং তার পরিবারের সদস্যদের ভরণপোষণ, ৩ ছেলেমেয়ের লেখাপড়ার খরচ রাষ্ট্রকে বহন করার দাবি জানান।