মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ( SRSA) এর আয়োজনে এস এস সি/ দাখিল পরীক্ষা ২০২৫ এ(+) প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে
০৮ আগষ্ট ( শুক্রবার) উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাংগা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সুপার আব্দুল হালিম এর সভাপতিত্বে ও ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’র- সাধারণ সম্পাদক এম এ আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট এ্যাটর্নী জেনারেল অফ বাংলাদেশ, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান,
‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুন
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর মোহাম্মদ হেলালি, জহিরুদ্দিন বাবর মোসাল্লী, মোঃ আবিদ হাসান, মোঃ সেকান্দার আলী, মোঃ শাহাআলম সিপন প্রমুখ
এসময় বক্তারা বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।
দেশকে ভালোবাসতে হবে এই মেধাকে কাজে লাগিয়ে দেশের এবং দশের উন্নয়ন করতে হবে। তাহলে হবে আসল সফলতা এ সময় অতিথিবৃন্দ সামাজিক সংগঠন ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর পক্ষ থেকে প্রত্যেক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই, ডায়েরি ও শিক্ষামূলক উপহারসামগ্রী তুলে দেন।