বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের বেপজায় বিনিয়োগের ধারা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করল প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেড। এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরও দৃঢ় করবে।
সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রাইম লিফ প্রসেসিং বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি তামাক প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. ম্যাং লি বৃহস্পতিবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দফতরে চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোম্পানির প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৩৬ হাজার টন তামাক পাতা প্রক্রিয়াজাত করবে যেখানে ১০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই নতুন উদ্যোগটি শিল্পের বৈচিত্র্যায়ন ও বিনিয়োগকারীদের আদর্শ ব্যবসায়িক পরিবেশ প্রদানের ক্ষেত্রে বেপজার অব্যাহত প্রচেষ্টার প্রমাণ বহন করে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সহায়তা প্রদান, ব্যবসা পরিচালনায় অনুকূল পরিবেশ নিশ্চিতে বেপজার প্রতিশ্রুতির ওপর জোর দেন। ‘ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগকারীকে বেপজায় বিনিয়োগের সুযোগ করে দিতে পারায় বেপজা গর্বিত। বেপজা অর্থনৈতিক অঞ্চলের সাফল্যে প্রাইম লিফ প্রসেসিংয়ের অবদান দেখতে আমরা আগ্রহী। বাংলাদেশের পর্যাপ্ত সুযোগ অনুসন্ধানে আমরা বৈশ্বিক বিনিয়োগকারীগণকে আহ্বান জানাচ্ছি’ তিনি যোগ করেন।
প্রাইম লিফ প্রসেসিংয়ের চেয়ারম্যান ম্যাং লি বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপনের সুযোগ প্রদানের জন্য বেপজাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে আমাদের কারখানার উৎপাদন শুরু করতে আগ্রহী।’ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে তাদের বিনিয়োগের একটি ইতিবাচক প্রভাব থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম আনোয়ার পারভেজ এবং প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাইম লিফ প্রসেসিংসহ মোট ৪০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে, যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯২৬.৫ মিলিয়ন মার্কিন ডলার।