যৌথবাহিনীর হাতে আটক সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

যৌথবাহিনীর হাতে আটক সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:  

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলার বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম। অতীতের বিভিন্ন মামলায় বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, দুপুরে তার নিজ বাড়িতে অবস্থানকালে অভিযান চালায় যৌথ বাহিনী। পরে  লতিফ বিশ্বাসকে আটক করে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম ওরশে পৌঁছালে ১ নম্বর ফটক এলাকায় লতিফ বিশ্বাসের গাড়ি অবরোধ করা হয়। এসময় দুর্বৃত্তদের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান।

সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০২৪ সালের জানয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন।

More News...

নির্ভরযোগ্য আবাসন নতুনধরা

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জওয়ানের মুক্তিতে বাধা নেই