মুরাদ হোসেন মুছাঃ
রাজধানীর আরামবাগ এলাকা থেকে অভিনব কায়দায় মারুফ খান নামের এক চাকুরীজিবীর কাছ থেকে ক্রেডিট কার্ডের অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে একটি ছিনতাইকারী চক্র। ১৭ ফেব্রুয়ারী-২০২৫ তারিখ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে।
বাংলালিক কাষ্ট্রমার ফেয়ারের ওই চাকুরীজিবী মারুফ খান জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় যাওয়ার পথে আরামবাগ মোড়ের ডালাস স্টুডিও’র পাশে পৌছা মাত্র অজ্ঞাতনামা এক লোকের সাথে তার ধাক্কা লাগলে সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু জ্ঞান ফিরে আসলে দেখতে পান তাকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। অতপর ছিনতাইকারী চক্রের সদসরা এসে তাকে গুম-খুনের ভয়ভীতি দেখানো সহ মারধর করে তার কাছে থাকা ব্র্যাক ব্যাংকের ডেভিট কার্ড হাতিয়ে নিয়ে ৫০হাজার টাকা একটি বিকাশ একাউন্টে ট্রান্সফার করে নেন।
পাশাপাশি তার বিকাশ একাউন্ট নাম্বার থেকে ১৪ হাজার ৯শ ৯০ টাকা এবং নগদ একাউন্ট নাম্বার ২ হাজার ৯শ টাকা ছিনতাইকারীদের বিকাশ ও নগদ একাউন্টে ট্রান্সফার করে নিয়ে তাকে চোখ বাঁধা অবস্থায় ফকিরাপুল মোড়ে একটি রিকশায় তুলে দেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাসা ফৌছান। মারুফ খান রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণ রাজারবাগ এলাকার খবির উদ্দিন খানের ছেলে।
এঘটনায় ভুক্তভোগি মারুফ খান মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মতিঝিল থানার এসআই আব্দুর রহমান ঘটনা তদন্ত কার্যক্রম শেষে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।