রামপালে ইয়াবা সহ আটক ১

রামপালে ইয়াবা সহ আটক ১

রামপালে ইয়াবা সহ আটক ১

রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি ,

বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য ইয়াবা সহ এজাহারভুক্ত আসামী মোঃ বাবুল( ৫৩ ) গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্নি গ্রামের মৃত্যু ইদ্রিস শেখের পুত্র।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তোহিদুল আরিফ এর দিক নির্দেশনায় ও রামপাল থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন খবরের ভিত্তিতে ১লা জুন সকালে বর্নি এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করে।সে সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন যে, গোপনে খবর পেয়ে বর্নি গ্রামে অভিমান চালানো হয় এবং মোঃ বাবুল শেখ নামে একজনের শরীর থেকে বিক্রির উদ্দেশ্যে এনে রাখা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ বিষয়ে রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আইনী প্রক্রিয়া শেষে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।