রোগমুক্তি কামনায় খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য , ফোরামের উপদেষ্টা হাজী দেলোয়ার হোসেন ও সভাপতি জিএম মাহাবুব হোসেন, সহ-সভাপতি হায়দার আলী রুবেল ও উপ-সাহিত্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমানের সুস্থতা কামনায় আজ ১০ মে শনিবার বিকাল ৫টায় ফোরামের আন্দরকিল্লা কার্যালয়ে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক আবদুল্লাহ বাহার, সহাসভাপতি মোহাম্মদ লোকমান মিয়া, জসিম উদ্দিন মিঠুন, যুগ্ম-সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শিরীন আকতার প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া ও রতন চক্রবর্তী প্রমুখ ।
খতমে কোরান শেষে নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা সহ দেশবাসীর জন্য এক বিশেষ মোনাজাত করা হয় ।