লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও সেবা কর্মসূচি অনুষ্ঠিত 

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও সেবা কর্মসূচি অনুষ্ঠিত 

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও সেবা কর্মসূচি অনুষ্ঠিত 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে রবিবার ৪ মে চট্টগ্রামের সীতাকুণ্ড ফেদাইনগরস্থ কালা মিঞা চৌধুরী বাড়ির লুৎফা-জামাল নুরানি হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে চক্ষু শিবির ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন সেবা কর্মসূচিতে প্রায় চার শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন। ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজনের পৃষ্ঠপোষক, এতিমখানার প্রতিষ্ঠাতা লায়ন জিয়া উদ্দিন চৌধুরী।

সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও হোসেন মো: ইমরান নিকসন, লিও তাওহীদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব, লিও অক্ষয় ধর এবং এতিমখানার প্রমূখ শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে।

More News...

কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন 

কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় আহত-২