লৌহজংয়ের, মেদিনি মন্ডল ইউনিয়নের আয়োজনে, মাওয়া রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসারের সহিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লৌহজংয়ের, মেদিনি মন্ডল ইউনিয়নের আয়োজনে, মাওয়া রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসারের সহিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লৌহজংয়ের, মেদিনি মন্ডল ইউনিয়নের আয়োজনে, মাওয়া রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসারের সহিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লৌহজংপ্রতিনিধি:মেদিনী মন্ডল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে, উপজেলা নির্বাহীঅফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ডের আগত ব্যক্তিদের পক্ষে একেক জন করে তাহাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রয়োজনীয় দাবি দেওয়ার কথা বলেন। তার মধ্যে গুরুত্বের সাথে মাদকের বিরুদ্ধে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে একটি প্রতিরোধ কমিটি গঠনের আহবান করেন মোঃমোশারফ হোসেন নসু।এছাড়া মাওয়া কালিরখিল মাঠ,বটতলা হইতে শুরু করিয়া উত্তর মেদিনী মন্ডল পর্যন্ত প্রবাহিত খালটির সংস্কারের জন্য মোঃ গোলাম গাউস,মোঃ লুৎফর রহমান পাপেল মোল্লা ও মোঃ শেখ সোলেমান তপু সহ ৭,৪,ও ৯ নং ওয়ার্ডের অনেকেই দাবি করেন।গত ৫ই এপ্রিল রাত্রে দর্জি বাড়ি মাঠএলাকায়,মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের জন্যএলাকা বাসী আওয়ামী ফ্যাসিবাদের ছত্রছয়ায়,তৎকালীন সময়ের মাদক ব্যবসা সহ, বিভিন্ন অপকর্মে যারা লিপ্ত ছিল, এলাকায় নিরীহ সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার সহ মাদকের ব্যবসা পরিচালনা করত। সেই তারাই ৫ই এপ্রিল গুলি বর্ষণের ঘটনা ঘটায়, তাদেরকে কঠিনভাবে দমনের জন্য এলাকার সকলেই ঐক্যবদ্ধ হয়ে দাবি তোলেন, নির্বাহী অফিসার, মনোযোগের সাথে সকলের কথাই দীর্ঘ সময় ধরে শুনেন,এবং যথাযথ নিয়মে সমাধানের আশ্বাস দেন।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই