লৌহজং এক সাংবাদিককে মারধর,তার মাকে হত্যার হুমকি। 

লৌহজং এক সাংবাদিককে মারধর,তার মাকে হত্যার হুমকি। 

লৌহজং এক সাংবাদিককে মারধর,তার মাকে হত্যার হুমকি। 

লৌহজ প্রতিনিধি:গত(১৯ এপ্রিল) রবিবার বিকেল ৫ ঘটিকার দিকে, মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার, কনকসার গ্রামের কামরুল হাসান (২৮)নামের এক ব্যক্তি,নামাজের অজুহাতে নূরে মোহাম্মদী মহিউদ্দিন চিশতী সাবরিয়া ইসলামিক লা মাহবুবা ইল্লাহ দরবার শরীফে প্রবেশ করে সাংবাদিক রাকিব শেখ অনুসরণ করে, নামাজ শেষেকরে দর বারের মাঠে গেলে পূর্ব শত্রুতার জেরধরে হঠাৎ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রাকিব শেখকে মারধর শুরু করে, সরো জমিনে গিয়ে খোজ খবর নিয়ে জানা যায় কামরুল স্থানীয় ভাবে এলাকায় সন্ত্রাসী হিসাবেপরিচিত গত ২৮জানুয়ারি ২০০৫ ইংপেনাল কোডের ধারা ৩২৩, ৩২৬,৩৬০,৩৭৯ ও ৫০৬ বিধি অনুযায়ী মামলায়কামরুল হাসান১২ দিন জেল খেটে জাবিনে বের হন।বের হই য়েই এলাকায় নানারকম অপ তৎপরতায় জড়িয়ে পড়েন।সাংবাদিক রাকিব শেখের মা মিসেস রেখা বেগমকে ২ মাসের মধ্যে মেরে ফেলবে বলে হুমকি দেয়।কিছুদিন আগে সাংবাদিক রাকিবশেখের স্ত্রী কে রাস্তায় ফেলে মারধর করে ওই ব্যাপারে ও লৌহজং থানায় একটি জিডি এন্ট্রি করা হয়, সাংবাদিক রাকিব শেখের সাথে যোগাযোগ করা হলে সে জানায় পূর্বের শত্রুতা জের ধরে আমাদে বাড়িতে এসে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় আমি তার প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়েছিল যার কারণে সে আমাকে মারধর করে।সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সে বহু অপকর্মের সাথে জড়িত তার বিরুদ্ধে একাধিক মামলা ও রহিয়াছে। সাংবাদিক রাকিব শেখ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিয়েছে ও লৌহজং থানায় কামরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।থানাহতে জানিয়েছে অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

More News...

কেরানীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়