শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই

নিজস্ব প্রতিবেদক:
দুইছেলে এক কন্যাসন্তান বিএনপি’নেতাকর্মীদের রেখে দুনিয়ার মায়াছেড়ে না ফেরার দেশে চলে গেলেন জহর মীর। তিনি ছিলেন খুলনা মহানগর বিএনপির অন্যতম সদস্য ও খালিশপুর থানাদিন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
খুলনা মহানগর বিএনপির অন্যতম সদস্য বর্ষিয়ান ত্যাগী নেতা, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহর মীর গুরুতর অসুস্থ্য হয়ে শেখ আবু নাসের হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স প্রায় ৮০ বছর হয়েছিল তিনি ফুসফুস জনিত জটিল রোগে দীর্ঘদিন ডাক্তারের পরামর্শ নিজ পৈতৃক ভিটা বড়-বয়রা বৈকালী মীরবাড়ি চিকিৎসাধীন অবস্থায় এই রোগে ভুগছিলেন। হঠাৎ গত ২০/১/২০২৫ তারিখে অসুস্থ হয়ে পড়লে তাকে তার পরিবার খুলনা বড় বয়রা বৈকালী আদ দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
খুলনা মেডিকেল হাসপাতাল থেকে তার পরিবার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ে যান। অসুস্থতা গুরুতর হলে তাকে আবু নাছেরে হাসপাতালে তাকে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ ২২/১/২৫ আনুমানিক বেলা ১,০০ ঘটিকার সময় খুলনা বিশেষিত শেখ আবূ নাসের হাসপাতালের কর্মরত চিকিৎসক জহর মিরকে মৃত ঘোষণা করেন। তার মেজো ছেলে সাবেক ছাত্রনেতা বর্তমান ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শান্ত বলেন তার বাবার জানাজা বৈকালী জানাযা চত্বর অনুষ্ঠিত হবে।এবং সেখান থেকে তাকে খুলনা সিটি কর্পোরেশন খালিশপুর থানা দিন গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।
আনুমানিক রাত ৮:৩৩ মিনিটের সময় বৈকালী জানাজা চত্বর সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি মৃত জহর মীরের জানাযায় সম্পূর্ণ হয়। এই নেতার শান্তি কামনা জানাযার জন্য খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন।খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বাবু। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস সহ ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহর মীরের মেজ সন্তান সাবেক ছাত্রনেতা বর্তমান ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রার্থী তার বাবা জোহরের প্রতি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তার আত্মার মাগফেরাত শান্তি কামনা করছে। তাকে ক্ষমা সহ দেনা পাওনার লেনদেন দেয়া সহ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
জানাজা শেষে সাবেক এই বর্ষিয়াল নেতাকে খুলনা সিটি কর্পোরেশন খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে মৃত জহর মীরের দাফন করেন।

More News...

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

নির্ভরযোগ্য আবাসন নতুনধরা