শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল
মোমেন আকন্দ:
গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অফিসে এই ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি জনাবা আবিদা সুলতানা নাজনীনের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওঃ এস এম রুহুল আমীন সাহেব। ইফতার মাহফিলটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর কেন্দ্রীয় নেতা জনার শাহাব উদ্দিন,শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, শেখ আহম্মদ আলী, আলমগীর হোসেন, রজব আলী, রহমত আলী।
বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যানের জন্য মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পীরজাদা মাওঃ এস এম রুহুল আমীন।