পটুয়াখালী প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক সোহাগ হোসেনকে হুমকি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতে মির্জাগঞ্জ থানায় ইলিয়াসের বিরুদ্ধে জিডি করেছেন সাংবাদিক সোহাগ। জিডি নং- ৭২৪।
অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দলের নেতার নাম ইলিয়াস। তিনি উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও পশ্চিম সুবিদখালী গ্রামের খলিল সিকদারের ছেলে।
জানা যায়, গত ২১ জানুয়ারি ‘মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ১৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সাংবাদিক সোহাগকে হুমকি দেন স্বেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস।
এ ব্যাপারে সোহাগ হোসেন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি।
এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।’এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ জানিয়েছেন।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মিলনের কাছে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, ‘জিডি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’