সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে আবারো শীর্ষস্থান ধরে রাখলো নতুনধরা!
স্টাফ রিপোর্টারঃ
সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে বাংলা ১৪৩১ সনে সর্বোচ্চ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট উপজেলা রাজস্ব কমিটি কর্তৃক আবারও বিশেষ সম্মাননা স্মারক পেলো নতুনধরা এসেটস লিমিটেড! এই নিয়ে পরপর তিনবার এ অসামান্য অর্জনের স্বীকৃতি পেল নতুনধরা! সম্প্রতি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনা আক্তার এর হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন মিঞা শিকদার।
নতুনধরা এসেটস লিমিটেড জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি আবাসন প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদানের অনুমোদনপ্রাপ্ত দেশের প্রথম আবাসন প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্রপ্রাপ্ত, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ই.আই.এ অনুমোদনপ্রাপ্ত, পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্রপ্রাপ্ত, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ করতে ছাড়পত্রপ্রাপ্ত, জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপ্রাপ্ত, জেলা প্রশাসন কর্তৃক ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী জমি ক্রয় ও মিউটেশন করার অনুমোদনপ্রাপ্ত, আই এস ও ৯০০১:২০১৫ সার্টিফাইড, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক কৃতজ্ঞতাপত্রপ্রাপ্ত একমাত্র অবসান কোম্পানি!