সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার । এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হাটহাজারীর পশ্চিম ধলইয়ে কবর জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোস্তফা কামাল পাশা ১৯৫২ সালে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই মীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মীর আবদুল ওয়ারেস। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।
নিবেদিতপ্রাণ এই সাংবাদিক গত শতকের ৮২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। আজাদীর প্রতি বিভাগে তাঁর ব্যতিক্রমী শব্দচাষ সবার মনোযোগ কাড়ে। সাহিত্যের নানা শাখায়ও তিনি কুসুম ফুটিয়েছেন। ছোটদের জন্য নানা স্বাদের লেখা ও গল্পসহ তাঁর প্রকাশিত ছোটগল্পের সংখ্যা কয়েক শত। আমৃত্যু আজাদীতে কলাম লিখেছেন। একইসাথে বিভিন্ন দৈনিকে নানা স্বাদের কলাম উপহার দিতে থাকেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি : ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। উপন্যাসগুলো হচ্ছে-নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়, পাঁচমিশালী গ্রন্থ : আল্লাহর ঘরে আগন্তুক। মাঝখানেও একটা মহাকাশ নিয়ে কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাস রচনা করেছেন। বরাবরই বাংলা ভাষাকে টানা বেগবান ও শোধনের চেষ্টা ছিল তাঁর – সাংবাদিকতা, সাহিত্য- সবক্ষেত্রে। নামে ছোটদের একটি পত্রিকা সম্পাদনা করতেন।