জনকথা ডেস্ক: অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করেন দুদকের সদস্যরা।
দুদক খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, ‘সাতক্ষীরা বিআরটিএ অফিসের বাড়তি টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করি। অভিযানে কিছু অভিযোগের সত্যতাও পেয়েছে দুদক।’