সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে চাঁদাবাজী মামলার ৪ জন আসামী গ্রেফতার
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ ফয়সাল, এএসআই/ বিপ্লব শামীম রেজা সঙ্গীয় ফোর্স সহ আজ ৭ মে রাত ০৩:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-১৭/০৩/২০২৫ইং, ধারা-৩৮৫/৩৮৬/৩৪২/৫০৬/৩৪ পেনাল কোড মূলে আসামী ১। মোঃ সোহেল (৪০), পিতা-মোঃ সোলাইমান, মাতা-মরিয়ম বেগম, সাং-বাড়ই পাড়া, জয়নাল আবেদীনের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ ইসহাক জয় (৩৪), পিতা-মনসুর আলম, মাতা-সামা আক্তার, সাং-ফরিদার পাড়া, আবুল কমিশনারের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ কামাল (৪০), পিতা-সোলেমান মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-সোহেলের বাড়ী, পোঃ রাইচা, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-আবুল সওদাগরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১), পিতা-মোঃ ইয়াকুব মঞ্জুর, মাতা-সাজেদা বেগম, সাং-ইউনুচ খলিফার বাড়ী, ফরিদার পাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।