সিএমপি চান্দগাঁও থানায় অভিযানে গ্রেফতার-৪
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/মোহাম্মদ আবু মুছা, এসআই/রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আজ ২৭ এপ্রিল সকাল ০৬:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী চান্দগাঁও থানার মামলা নং-২৯, তারিখ-২৪/০৪/২০২৫ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড-১৮৬০ মূলে আসামী ০১। মোঃ ইব্রাহিম (৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-আয়েশা বেগম, সাং-সূর্ণচর, কালা পাটারি বাড়ী, ৭নং পৌরসভা ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-রাহাত্তারপুল, চান্দার পুকুর পাড়, ছাত্তার এর ভাড়া বাসার ব্যাচেলর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মনির আহম্মদ (৫০), পিতা-মৃত বদি আহম্মদ, মাতা-মৃত মসলান খাতুন, সাং-মির্জিতালা, খালাইশার দোকান, মুরশিক এর বাড়ী, ৫নং ওয়ার্ড, সরল ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বলিরহাট পুলিশ বিট সংলগ্ন মাজার গেইট, জসিম কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ রবিন ইসলাম (২৫), পিতা-আবুল কালাম ছিদ্দিক, মাতা-রহিমা বেগম, সাং-চৌবাগঞ্জ, মাষ্টারের বাড়ী, থানা-গাইবন্ধা সদর, জেলা-গাইবান্ধা, বর্তমানে-টাইগার পাস, রেলওয়ে কলোনী, জাফরের ভাড়াটিয়া, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ০৪। আরাফাতুল ইসলাম নোমান (২২), পিতা-মোঃ নুর ছফা, মাতা-আমেনা বেগম, সাং-চাঁদপুর, সওদাগর পাড়া, বদিউর রহমান বহদ্দার বাড়ী, ০৫নং ওয়ার্ড, পুকুরিয়া ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-তুলাতলী, লিজা বিল্ডিং, ২য় তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।