সোহেল রানার প্রতারনার ফাদে নি:স্ব অনেক পরিবার, হেনস্তার স্বীকার সাংবাদিকগন
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মৃত্য দুদ মিয়ার ছেলে সোহেল রানা, মাতা: সালেহা বেগম, গ্রাম: কিশোরী কোনা, ডাকঘড় : কাটাখাল, থানা: মিঠামইন, জেলা : কিশোরগন্জ ছোট বেলা থেকেই বখাটে হওয়ায় কিশোরগ্যাং লিডার ছিলেন বলে অনুসন্ধানে নিশ্চিত হয়েছেন গনমাধ্যম কর্মীগন।
মাদক ব্যাবসা ও সেবন, অভিনব কায়দায় প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়া, আন্তর্জাতিক প্রতারক চক্রের সাথে জরিত, ভুয়া ভিসা, ওয়ার্ক পারমিট, ম্যানপাওয়ার ইত্যাদি জাল জালিয়াতি করে লক্ষ, কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনেক মানুষের নিকট হইতে।
চরা সুদে টাকা নিয়ে প্রতারক সোহেলের হাতে দিয়ে অনেক পরিবার নি:স্ব হয়ে, কষ্টে ক্ষোভে আত্বহত্যাও করতে পারে এমন রিদয় বিদারক ঘটনা প্রতিনিয়ত সোহেলের বাড়িতে হচ্ছে বলে জানা যাচ্ছে।
প্রতারক সোহেল এর হইতে অর্থানৈতিক ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে বাঁচাতে সামাজিক ভাবে দফায় দফায় শালিস বিচার হলেও ভুক্তভোগীরা আরো সমস্যার্জীত হয়ে পরছেন। ভয়ংকর প্রতারক সোহেল এর বাড়িতে দিনরাত পাওনাদারের ভীরে পাড়া প্রতিবেশীও লজ্জীত হচ্ছেন, তবু সোহেল বা তার নিকৃষ্ট পরিবারের লজ্জা পাচ্ছেনা।
৫০০ বিঘা জমির মালিক ডেঙ্গু ব্যাপারীর নাতি সোহেল, এমনই মন্তব্য করে ঢাকার এক চিহ্নিত মাদকসেবী।
অভিনব কায়দায় প্রতারনা স্বরুপ রাজধানীর মতিঝিলের ফকিরাপুলের আবাসিক হোটেলে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন বিভিন্ন চক্রদের সমন্বয়ে। টাকার বিনিময়ে সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক সমাজ কে কলংকৃত করছেন হলুদ সম্পাদকদের পৃষ্টপোষকতায় এমন তথ্যের সুস্পষ্ট প্রমান পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়েজ বোর্ড পত্রিকার সহসম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে যাচ্ছে ভয়ংকর সন্ত্রাসী সোহেল।
প্রতারক সোহেলের অপকর্মের সত্যতা যাচাই করতে ক্যাট জার্নালিস্ট কমিটি বাংলাদেশ একটি অনুসন্ধানী টিমকে দায়িত্ব দিয়েছেন যাহার সূত্র সিজেছিবি নং-২৫-১৮ তারিখ : ২০/০৩/২০২৫ ইং, বরাবর অফিসার ইনচার্জ, মিঠামইন এর অনুকুলে অনুলিপি আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ সুপার, কিশোরগন্জ কে অবহিত করে অনুসন্ধানটি চলমান আছে।
অনুসন্ধানে সোহেল রানার অভিনব কায়দায় প্রতারনা, মাদক ব্যাবসায় ক্যাশ জোগান ও মাদকসেবী, অশ্লীল ভাষায় গালিগালাজ, দারি কমা দিতে পারেনা তবু সাংবাদিকতার পরিচয়ে ক্ষমতার অপব্যাবহার সহ সোস্যাল মিডিয়ায় সাংবাদিকদের নামে অপপ্রচার চালানো সহ বিভিন্ন নারীদের সাথে যৌনাচারে লিপ্ত সোহেল রানা।
মাদকাসক্ত, মস্তিস্ক বিকৃত কুরুচির সোহেলকে গ্রেফতার করে মানুষের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়া সহ সাংবাদিক সমাজের সম্মান অক্ষুন্ন রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।