হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নিহত ১

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সোয়া ৪টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। অভিযুক্ত গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম বিভাগকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে।’

 

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ