হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক 

হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক 

হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পৃথক অভিযানে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক দুই জন হলেন- ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০) ।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ বাসভবন থেকে নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শোভনের বাবা।

পুলিশ জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ঘটনায় করা দুটি মামলার এজাহারনামীয় আসামি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আজ বিকেলে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০)কে বৃহস্পতিবার বিকেল ০৪ টায় পৌরশহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও ২৭ অক্টোবর ২৪ রাত ১০ টায় কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

More News...

ভুমিদস্যু আব্দুল্লাহ আল মামুনের জাদুকরী প্রতারণা

নারায়ণগঞ্জে উত্তরাধিকারী সুত্রে ট্রাফিক ইন্সপেক্টর করিমের চাঁদাবাজি