৩শ কোটি টাকার সম্পদের মালিক এনবিআরের তৌহিদুল
ফারহান/মুরাদঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংস্থা। কিন্তু এই সংস্থার কতিপয় অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্যপ্রমান প্রকাশ পাওয়ায় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্ময়কর উত্থানে অঢেল সম্পদের পাহাড়ে পৌছে গেছেন এনবিআরের এক অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম। শতবিঘা জমি, দামী গাড়ী, দুটি স্ত্রী, বিলাশবহুল বাড়ী ও ব্যাংক ব্যালেন্স কি নেই তার কোষাগারে। ৬০ হাজার টাকা বেতনের একজন কর্মকর্তা এতো সম্পদের মালিক কিভাবে হলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে সর্ব মহলে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার নামে ঢাকা ও এর আশেপাশে একাধিক ফ্ল্যাট, প্লট, বিলাসবহুল গাড়ি, এবং ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এছাড়াও, তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ এবং দেশের বাইরেও সম্পদ থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে এর বিনিময়ে অবৈধ অর্থ উপার্জন করেছেন। তার উল্লেখিত সম্পদের পরিমানঃ ১। ঢাকা, ইস্কাটন রোড: ফ্ল্যাট নং ৫বি, বিলাসবহুল ফ্ল্যাট, আনুমানিক মূল্য: ৩ কোটি টাকা। ২। স্ত্রী- নারায়াঙ্গঞ্জ সদর, চর বক্তাবলী, ৮১৭০, খতিয়ান- ৮১৭১, পরিমান- ২৭ শতক। ৩। নিজ- বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, পরিমান- ৫৭১.৭৫ শতক। ৪। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৪৯৭১, দাগ-১৫৬৪৬, (১২) দাগ- ১৫৬৪৭ (১৩) পরিমান- ২৫ শতক। ৫। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫০২৫, পরিমান- ২৬০.৫ শতক। ৬। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫০২৬, পরিমান- ২৪৭.৫ শতক। ৭। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫১৪৩, পরিমান- দুই দাগে ৩২ শতক। ৮। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫১৮৯, পরিমান- ৩১.৭৫ শতক। ৯। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫২২১, পরিমান- দুই দাগে ১৬ শতক। ১০। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫২৩৩, পরিমান- দুই দাগে ২৯ শতক। ১১। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫০৪৬, পরিমান- ৭১.৭৪ শতক। ১২। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫০৮৯, পরিমান- ১১৩ শতক। ১৩। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫২১৩, পরিমান- ৬৯.৫ শতক। ১৪। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৬২, পরিমান- ৬৫.২৫ শতক। ১৫। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৮৭, পরিমান- ২২.৭৫ শতক। ১৬। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৭০, পরিমান- ৩৬ শতক। ১৭। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৮০, পরিমান- ২৮২ শতক। ১৮। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৭৯, পরিমান- ২৮৪.৮১ শতক। ১৯। বগুড়া, শাজাহানপুর, নগরকান্দি, জোতঃ ৪৯৬৯, খতিয়ান- ৫৩৭৯, পরিমান- ৪২ শতক। মোট জমি (শাজাহানপুর): ১,৬২৮.৮০ শতক। এসব সম্পদের আনুমানিক মূল্য: ৩শ কোটি টাকা।
সুত্র জানায়, কর কর্মকর্তা তৌহিদুলের এই বিস্ময়কর উত্থানের পেছনে রয়েছে সুকৌশলে দুর্নীতির আশ্রয় নেওয়া। তিনি শুল্ক ফাঁকি দেওয়া, কর আপস এবং বিভিন্ন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এই প্রক্রিয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এবং দালাল চক্র তাকে সহায়তা করেছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, তোহিদুল ইসলাম তার নিজ গ্রামে মৎস্য ও গবাদিপশুর খামার, ড্রাগন বাগান এবং রিসোর্ট নির্মাণের পরিকল্পনা নেন। এজন্য চীন থেকে প্রকৌশলী আনার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বিশাল এলাকা ঘিরে ফেলা হয়েছিলো। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পরিকল্পনা থেমে গেছে। তৌহিদুল ইসলামের ক্ষমতাবলে তার ছোট ভাই আমিনুর রহমানের বিরুদ্ধে কবরস্থান দখল করে ২০টি কবর উচ্ছেদ করেন।
চাকরি জীবনে তোহিদুল ইসলামের বেতনের পরিমাণ ২/আড়াইকোটি টাকা হলেও তার সম্পদের পরিমাণ ৩শ কোটি টাকা বেশি। ঢাকা ও বগুড়ায় একাধিক প্লট ও ফ্ল্যাট, অস্ট্রেলিয়ায় দ্বিতীয় স্ত্রীর নামে বাড়ি, শাজাহানপুর, নন্দীগ্রাম ও শেরপুরে সরকারি জমি দখল করে পুকুর খনন সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বগুড়ার পলিপলাশ গ্রামে তার নামে ১৮টি হোল্ডিংয়ে ১৬ দশমিক ৭০ একর জমি এবং তার ভাই আমিনুর রহমানের নামে ২১টি হোল্ডিংয়ে ১৩ দশমিক ৭২ একর জমির তথ্য পাওয়া গেছে।
গ্রামবাসীর অভিযোগ, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে তিনি দ্রুত হারে জমি কিনতে শুরু করেন। অনেক ক্ষেত্রে নগদ টাকার বান্ডিল দিয়ে জমি কেনা হয়। এক রাতে ট্রাকভর্তি বস্তা নামানোর ঘটনা দেখে শ্রমিকরা ধারণা করেন, সেখানে টাকার বান্ডিল ছিল।
অভিযোগের বিষয়ে জানতে তোহিদুল ইসলাম মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।