৫ই আগস্টের চেতনা নষ্ট ও বিকৃতি হয়ে যাচ্ছে, ড.আসাদুজ্জামান রিপন

৫ই আগস্টের চেতনা নষ্ট ও বিকৃতি হয়ে যাচ্ছে, ড.আসাদুজ্জামান রিপন

৫ই আগস্টের চেতনা নষ্ট ও বিকৃতি হয়ে যাচ্ছে, ড.আসাদুজ্জামান রিপন।

লৌহজংপ্রতিনিধি:মোঃ জাকির হোসেন সিকদার।ডক্টর আসাদু- জ্জামান রিপন তিনি গতকাল সন্ধ্যা ৬ টার সময়, লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমূহের, সর্বস্তরের নেতা কর্মী বিন্দুদের এক নাগরিক সমাবেশে। প্রধান বক্তার বক্তব্য বলেন, এই সরকারের ভিতর কথিত স্বৈরাচারী সরকারের এজেন্টরা পূর্ণবাসিত হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি শিমুলিয়া ঘাটে পার্কিং ইজারা নিয়ে কথা বলেন শিমুলিয়ায় শুধু কাগজে-কলমে নদী বন্দর সমূহের একটি ভবন থাকলেও এখানে চাঁদাবাজি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শুধু পার্কিং ইয়ার্ড ইজারায় আর কয় টাকা হয়, পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পর শিমুলিয়া দিয়ে আর কোন গাড়ি পার হয় না। সেখানে পার্কিংয়ের নামে এলাকার নিরীহ ছোট, ছোট, ব্যবসায়ীদের কে জিম্মি করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে, এখনই ব্যবস্থা নিতে হবে

সেখানে পার্কিংয়ের নামে এলাকার নিরীহ ছোট, ছোট, ব্যবসায়ীদের কে জিম্মি করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে, এখনই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করে তিনি, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দেশে, আন্দোলন শুরু করব।এছাড়া আরো বলেন, শিমুলিয়া আমরা অন্তর্জাতিক মানের কেন্টেনার পোর্ট করতে চাই, অন্তর্জাতিক মানের একটি হাসপাতালের দরকার। পদ্মা সেতুর উত্তর প্রান্তে একটি, আন্তর্জাতিক মানের হাসপাতাল চাই এখানে জরুরী রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উঠানামার ব্যবস্থা চাই, আমরা কেন চিকিৎসার জন্য বিদেশে যাব। দেশে উন্নয়নের জন্য আমাদের স্থানীয়দের দাবি। এই জন্যই দরকার একটি গণতান্ত্রিক সরকারের। হলুদিয়া ইউনিয়নের বিএনপি নেতা কামাল খানের সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা আতাউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠিত সমাবেশেবক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য, মোশাররফ হোসেন নসু, জিয়াউল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শেখ সোলেমান তবু সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

More News...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ড্রেনের কাজের উদ্বোধন

প্রয়াত অধ্যাপক পদ্মলোচন বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত