৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

বিশেষ প্রতিনিধি, এইচ,এম,রহমাতুল্লাহ:

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার রশিদপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডার পরিচয়ে দীর্ঘদিন জোর জুলুম, নির্যাতন করার অভিযোগ কমান্ডার আব্দুল আজিজের বিরুদ্ধে। মানুষের জায়গা-জমি ও ওয়ারিশ ফাকি দিয়ে হাতিয়ে নিয়েছেন মানুষের সর্বস্ব। বিগত আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে।৭১ ‘এর মুক্তিযুদ্ধে আব্দুল আজিজের কোন ভুমিকা ছিল না, তবে এক তথ্যে উঠে আসে যুদ্ধ পরবর্তি লুটপাট বাহীনির সাথে তার যোগ-সাজস ছিল, দেশ বিরোধ অপরাধের দ্বায়ে ৫২ সাপ্তাহ জেল খানায় ছিলো। বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধা তালিকা করা হয়, তখন থেকে রশিদপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে উঠেন আব্দুল আজিজ।

রশিদপুরের পঞ্চায়েত কমিটির হাসান মিয়া বলেন, আমরা দেখেছি আব্দুল আজিজ বিগত ৭ বছর আগেও মুক্তিযুদ্ধার তালিকায় তার নাম ছিল না। হঠাত করে শুনি তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে উঠেছেন, এবং ভুমি দস্যু কমান্ডার হিসাবে পরিচিত আব্দুল আজিজ এর কারণে কোন মানুষ শান্তিতে নেই।
৭১ সালে তিনি কোন যুদ্ধই করে নি, “চুরি ডাকাতির সাথে জড়িত ছিল” আমরা এসবের প্রত্যক্ষ্য সাক্ষী, কিসের ভিত্তিতে তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার হয়েছেন’ সেটা আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, রশিদপুর এলাকায় মানুষের জায়গা-জমি দখল করে রাতারাতি কোটিপতি বনে যায় ভুয়া কমান্ডার আজিজ। তার ভাতিজা আনোয়ার এ যাবৎকাল সকল অপকর্মের নেপথ্যে থাকার প্রমাণ রয়েছে। আনোয়ার তার চাচার ব্যাপারে বলেন, কমান্ডার আব্দুল আজিজ কিভাবে কোথায় কখন যুদ্ধ করেছেন আমাদের জানা নেই। তবে তিনি বোনের ওয়ারিশ ফাকি দিয়ে দলিল করেছেন, আমরা আমাদের ফুফুর সম্পত্তি বুঝিয়ে দিতে প্রস্তুত আছি, বন্টন নামা দলিলে আমার ফুফু মৃত আফসরা বেগমের নাম না দিয়ে তিনি দলিল করেছেন এবং ওয়ারিশ ফাকি দিয়েছে।
এলাকাবাসী বলেন, আফসরা বেগম তার ভাই আব্দুল আজিজের প্রতারণার কারণে আত্মহত্যা করেছেন এবং মানুষকে বলে ছিলো আমার ভাইকে বলিও সে যেন সুখে থাকে। পৈত্রিক সম্পত্তি ভাটোয়ারর নামে করেছে প্রতারণা, বোন আফসরার ভাগের সম্পদ নিজের করে নিয়ে ভোগ দখল করে আসছে, এলাকার সকল মানুষ এ ব্যপারে প্রত্যক্ষ্যদর্শী। রশিদপুর এলাকাবাসী বলেন, আব্দুল আজিজ একজন প্রতারক শ্রেনীর মানুষ, আমাদের গ্রামের মানুষকে নানা প্রলোভন ও মুক্তিযুদ্ধার কমান্ডার পরিচয়ে ও আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে জায়গা জমি দখল করে বর্তমানে তিনি ঘা ঢাঁকা দিয়েছে।

প্রতিবেদক দল আব্দুল আজিজের বসত বাড়ীতে যেয়ে তাকে পায় নি, বাড়ীতে থাকা লোকজন জানায় ৫ই আগষ্টের পর থেকে তিনি ঘা ডাকা দিয়েছেন, বর্তমানে কোথায় আছে আমরা জানিনা তার মুঠোফোনে একাধিকবার কল করা হয় রিসিভ করে নি।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি বলেন, আমাদের কাছে ভুক্তভোগী পরিবার এসেছিলো, আমরা উভয়পক্ষের সাথে আলোচনা করেছি, আনুমানিক ২০ লাখ টাকার সম্পদ ৪ লাখ টাকায় সমাধানের প্রস্তাব উঠে, একপর্যায়ে কমান্ডারের লোকজন মৃত আফসরা বেগমের সন্তানদেরকে মারধর ও হুমকি ধমকি প্রদান করে তারা থানায় অভিযোগ করেছে, আমরা তদন্ত সাপেক্ষে সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

More News...

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই

নির্ভরযোগ্য আবাসন নতুনধরা