‎মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

‎মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

‎মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

‎মো.শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট একটি এপাচি মোটরসাইকেল, ৩০ হাজার ৮১০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজীব (২০)। পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়ার নিকট থেকে ১০৫ পিস ও সজীব এর নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৮১০ টাকা একটি এপাচি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

‎এব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।