মির্জাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়ালে দেয়ালে চিত্রাঙ্গন ও গ্রাফিতি করলেন শিক্ষার্থীরা
মো. শান্ত মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়ালে দেয়ালে চিত্রাঙ্গন ও গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক এই আয়োজন করা হয়।
তথ্য মতে জানা যায়, উপজেলার মোট ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এর আগে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মাসুদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপি’র সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মির্জাপুর সেনা কমান্ডার মেজর হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.ফরিদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক বৃন্দ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী, মো.আজমান আলী, সুজন সিকদার, জুলাই আহত সুজন মিয়া, অন্ধ হিমেল সহ আরও অনেকেই।