মির্জাপুর থানার নবাগত ওসি রাশেদুল ইসলাম এর যোগদান
মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রাশেদুল ইসলাম। গতকাল সোমবার (০৫ মে) বিকেলে সে মির্জাপুর থানায় যুক্ত করেন বলে জানা যায়।এর আগে তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় দায়িত্ব পালন করেন। সে সর্বশেষ ঢাকা সিআইডিতে কর্মরত ছিলেন।
প্রথমত সে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে নিযুক্ত হন।উপ-পরিদর্শক হিসেবে তিনি ডিএমপি ও সিআইডিসহ পুলিশের একাধিক ইউনিটে কর্মরত ছিলেন।
তার জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
সদ্য যোগদানকারী ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে মির্জাপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।