কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা : সবগুলোই ছিল খেলনা পিস্তল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: প্রায় সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কেরানীগঞ্জের ব্যাংকে জিম্মি দশার অবসান শেষে জানা গেলো খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলো তিন তরুণ।

পুলিশ জানিয়েছে, গ্রাহক সেজে তিন ডাকাত ব্যাংকে প্রবেশ করেন। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন তারা; যা ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিননিরা শাখায় ডাকাতি করতে আসেন তিন ডাকাত। পরে তারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

এদিন রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম ইসমাইল হোসেন শেখ এসব তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকের টাকা খোয়া যায়নি, আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।

রূপালী ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডাকাতরা হানা দেয়ার সময় ব্যাংকে ছয় জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সে সময় ব্যাংকে ছিলেন সাত কর্মকর্তা, এক অফিস সহকারী ও দুই জন ফায়ার গার্ড। ব্যাংকের ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।

বিকেল সাড়ে পাঁচটার দিকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে জানা গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি খেলনা পিস্তল, দুইটি চাকু ও একটি ড্রিল মেশিন রয়েছে।

তিনি বলেন, রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিন জন তাদের নাম মো. আরাফাত (১৬), মো. লিয়ন মোল্লা নিরব (২২) ও মো, সিফাত (১৬) বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

More News...

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই