You are here: Home » ধর্ম » নবীজি (সা.)-কে স্বপ্নে দেখার আমল
নবীজি (সা.)-কে স্বপ্নে দেখার আমল
ধর্ম সংবাদ প্রকাশকাল: ২৭ ডিসেম্বর ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ণ ১৬ Views কোন মন্তব্য নাই
ইসলামের কথা ডেস্ক:
প্রিয় নবীজি (সা.)-কে বাস্তবে দেখার সুযোগ এখন নেই। তাই প্রতিটি মুসলিম হৃদয়ের লালিত স্বপ্ন যেন হয় স্বপ্নে হলেও প্রিয় নবীজি (সা.)-এর দর্শন! রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকেই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না’ (বুখারি : ৬৫৯২)। ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাহাবি, তাবেয়ি ও নবীপ্রেমিক মুসলমান আল্লাহর রাসুল (সা.)-কে স্বপ্নে দেখেছেন।
ইসলামের বিধানও বলে নবীজি (সা.)-কে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই। আর এটা তো সত্য যে, ঈমান অবস্থায় নবীজি (সা.)-কে দেখলে তার অন্তহীন সৌভাগ্য! তাই নবী করিম (সা.)-কে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো-তাঁকে অন্তর থেকে ভালোবাসা, তাঁর সুন্নতগুলো যথাযথভাবে পালন করা, বেশি বেশি দরুদ পাঠ করা এবং ওজুসহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা। আশা করা যায় এ সৌভাগ্য লাভ হবে। আল্লাহ সবাইকে তওফিক দিন।