তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস
ক্রীড়া ডেস্ক:
লম্বা সময় পর টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল তারা। ঘরের মাঠে তিন সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। যা দেশটির ৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৯ উইকেটে ৫৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০১ সালে হারারেতে এই রান করেছিল আফ্রিকার দেশটি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল। ২৩ বছর পর সেই রেকর্ড ভেঙে বুলাওয়েতে নিজেদের ইনিংস সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটরা। রেকর্ড গড়ার দিনে এই তিন ব্যাটারের সেঞ্চুরির ওপর দাঁড়িয়েই এ কীর্তি গড়ে জিম্বাবুয়ে।
আগের দিন ১৪৫ রানে অপরাজিত থেকে শুরু করেছিলেন শন উইলিয়ামস। টেস্টে পঞ্চম সেঞ্চুরিটি ক্যারিয়ারসেরা ইনিংসে রূপ দিয়ে থামেন শন। আউট হওয়ার আগে ১৭৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ১৫৪ রানের ইনিংস। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ৫৬ রানে দিন শুরু করেছিলেন। শনের সঙ্গে ১৬৩ রানের জুটি ভাঙার পর অধিনায়কোচিত ইনিংস উপহার দেন তিনি। ব্রায়ানের সঙ্গে গড়েন ৮২ রানের জুটি। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১০ চারে ১৭৬ বলে ১০৪ রান।
ইনিংসের শেষ অধ্যায়ের নায়ক ব্রায়ান। দ্বিতীয় টেস্ট খেলতে নেমে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দিয়ে অপরাজিত থাকেন ১২৪ বলে ১১০ রানে।

More News...

পরাজয়ের বৃত্ত ভাঙল মেয়েরা

প্রেসিডেন্সিয়াল মেডেল পাচ্ছেন মেসি