ধামরাইয়ে যুবক গুলিবিদ্ধ

ধামরাইয়ে যুবক গুলিবিদ্ধ

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে আকাশ সরকার (১৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ধামরাই ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানার পুলিশ জানায়, আজ বুধবার সকালে ধামরাই উপজেলার রোয়াইলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পারে ধামরাই থানার পুলিশ। পরে ঘটনাস্থলে যান ধামরাই থানা পুলিশের একটি দল। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে গতকাল মঙ্গলবার রাতে নতুন বছর বরণের লক্ষে রোয়াইল গ্রামে খিচুরির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিলো। সে উপরের দিকে গুলি ছুড়তে চেয়ে ব্যর্থ হয়। পরে ধাক্কাধাক্কির একপর্যায়ে গুলি বের হয়ে আকাশ সরকারের পেটে লাগে।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বলেন, রাতে মাঠে র‍্যাকেট খেলা শেষে পাশেই একটি বাড়িতে গান শুনতে যায় আকাশ সরকার। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। রাব্বি খান নামে একজন গুলি ছুড়ে।
বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রাত ১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো কোন অভিযোগ দেননি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

More News...

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই