কালিয়াকৈরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর জয়নাতলা এলাকায় বুধবার রাত দশটায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হলেন, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার

মেঘলাল এলাকায় কামাল শেখের ছেলে আমির হোসেন ( ৩০)। তিনি হাউ আর ইউ টেক্স কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার রাতে উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় মৌচাক-ফুলবাড়িয়া সড়কের জামালপুর জয়নাতলা এলাকায় একটি কাভার্ডভ্যান ও মোটর

সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির হোসেন মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরের দিনবৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের পাঠানো হয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।

More News...

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই