রাজধানীতে দিনভর সূর্যের দেখা মেলেনি, বেড়েছে শীতের প্রকোপ

রাজধানীতে দিনভর সূর্যের দেখা মেলেনি, বেড়েছে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক: 

দুদিন ধরে রাজধানীর আকাশে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, ঢাকা পড়ে আছে কুয়াশার চাদরে। গতকালকের তুলনায় আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। হিমেল বাতাসের সঙ্গে তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়ে গেছে। তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, রাজধানীর তাপমাত্রা অন্য এলাকার তুলনায় বেশি হলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। এই তাপমাত্রা আর সামান্য পরিমাণ কমতে পারে। এদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বলে তিনি জানান।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগের একই সময়ে ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। একইভাবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮, যা আগেরদিন ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে আগের দিন ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, গত ২৪ ঘণ্টায় তা ২ ডিগ্রি কমে ১০ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে রংপুরে আগের দিনের তাপমাত্রা ১২ দশমিক ৫ সেলসিয়াস গত ২৪ ঘণ্টায়ও অপরিবর্তিত ছিল, আর ময়মনসিংহে দুই ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের তাপমাত্রা ১৬ দশমিক ২ সেলসিয়াসে অপরিবর্তিত ছিল।

এদিকে বন্দরনগরী চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৫ দশমিক ৭ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা দুই ডিগ্রি কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের সময়ে ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের একই সময়ে প্রায় একই রকম ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল।

More News...

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জওয়ানের মুক্তিতে বাধা নেই

এখনও সাপ্লাই চেন দালালের হাতে : অর্থ উপদেষ্টা