কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে জাল দিয়ে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে অতিথি বা পরিযায়ী পাখি। প্রতি বছরের মতো শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে এবারো আসতে শুরু করেছে এসব পরিযায়ী পাখি। শিকারিরা এসব পাখি ধরে বিক্রি করছেন বিভিন্ন বাজারে অভিযোগ স্থানিয়দের।
এদিকে শীত মৌসুমে শিকারিদের তৎপরতা বাড়ে পদ্মার চরে তাই প্রশাসনকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ সংগঠকরা। তবে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছেন তার।
জানা যায়, উপজেলার মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মার চরে এবার বিপুল পরিমাণে পরিযায়ী পাখি এসেছে । এ সব পাখি শিকারে শিকারিরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চরে অবস্থান নেয় । পরে ভোরে বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাখিগুলো নিয়ে আসেন তারা। উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মার চরে সরজমিনে এসব চিত্র ও দেখা গেছে।
নাম না প্রকাশ শর্তে স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিন বিকেল হলেই বড় জাল পাতা হয় চরে এসব জালে পাখি আটকা পড়লে তা ধরে বিক্রি করে দেয় শিকারিরা। আবার অনেকে সময় নিজেরাই রান্না করে খায়।
এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। শিকার প্রতিরোধে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যাবস্তা গ্রহন করতে হবে। এগুলো আমাদের পরিবেশের সম্পদ। এবিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এলাকা গুলোতে।
তিনি আরো বলেন বর্তমানে পদ্মার চরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এসময় পুঁটি, খলসে ও দারকিনাসহ বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ ও পোকা-মাকড় দেখা যায়। এ সময় অতিথি পাখিরা খাবারের জন্য অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নদীর চরে আসে।
আরো জানা গেছে, পদ্মার চরে এবার বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, শামুকখোল, বালিহাঁস, হরিয়াল, কাদাখোঁচা, রাজসরালি, পাতিকুট, রামঘুঘু, নিশাচর, ডুবুরি পাখিসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে এই পদ্মার চরে।
পাখি শিকারের বিষয়ে দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, বিষয়টি আমরা শুনেছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনাহবে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে।
এসময় সচেতনতা বৃদ্ধিতে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনন জানতে চাইলে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধিতে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেওয়া হয়নি।