আন্তঃপ্রণালি বিনিময়ে বাধা হয়েছে আছে বেইজিং

আন্তঃপ্রণালি বিনিময়ে বাধা হয়েছে আছে বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক: 

চীনের সঙ্গে সমান ও মর্যাদাপূর্ণ বিনিময়কে স্বাগত জানাতে সদিচ্ছার কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। তবে এক্ষেত্রে বেইজিং বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার নববর্ষের ভাষণে লাই বলেন, ‘তাইওয়ান পারস্পরিক মর্যাদার সঙ্গে চীনের সুস্থ ও সুশৃঙ্খল বিনিময় আশা করে, এক্ষেত্রে খোলাখুলি এবং উদারভাবে সহযোগিতা করতে পারে বেইজিং।’

এ সময় তাইওয়ান প্রেসিডেন্ট আন্তঃপ্রণালির গতিশীলতা মোকাবিলা করার পাশাপাশি লাই চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী দেশগুলো নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য যে হুমকি সৃষ্টি করেছে সে সম্পর্কে সতর্ক করেন।

লাই বলেন, তাইওয়ানকে অবশ্যই শান্তির সময়েও বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে হবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে।

মে মাসে তাইওয়ান প্রেসিডেন্ট লাই দায়িত্ব গ্রহণ করার পর চীন তাইওয়ানে দুটি সামরিক মহড়া চালিয়েছে চীন।  এছাড়া দেশটির জল ও আকাশসীমায় সামরিক বিমান ও নৌ বাহিনীর জাহাজ মোতায়েনের সংখ্যা আগের তুলনায় বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কর্তৃত্ববাদী দেশগুলো বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, এ মুহূর্তে লাই তাইওয়ান ও চীনের মধ্যে নতুন আখ্যান তৈরির জন্য কাজ করছেন। এ লক্ষ্যে জাপান এবং যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক দেশগুলোতে বিনিয়োগ করেছেন।

More News...

চার জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত, হাজারও কর্মকর্তাকে হুমকি

টিউলিপকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী