শীতের ফ্যাশনে সোয়েটার

শীতের ফ্যাশনে সোয়েটার
আয়েশা আক্তার: 
শীতে প্রকৃতি যেমন রং বদলায় তেমনি পরিবর্তন আসে ফ্যাশনে। ঠান্ডা সামলাতে গরম কাপড়ের প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করি। তবে এই যুগে গরম কাপড় ফ্যাশনেবল হওয়া বাধ্যতামূলক। শীতে একসময় ভারী জ্যাকেট বা চাদর গুরুত্ব পেত। কিন্তু এখন ফ্যাশন ট্রেন্ডে সোয়েটারও পিছিয়ে নেই। তরুণ-তরুণীদের রুচি আর ডিজাইনারদের চিন্তায় পরিবর্তন এসেছে সোয়েটারে।
ফেব্রিক, রং, বোতাম আর পকেটের ব্যবহারের ব্যাপারটা মাথায় রেখে পছন্দের সোয়েটার কিনছেন তরুণ-তরুণীরা। মেয়েদের সোয়েটারে এবার দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ বেশি চলছে। শর্ট সোয়েটারের একঘেয়ে কাটিয়ে বাজারে এখন লং সোয়েটারের রাজত্ব। অল্প শীতে পাতলা সোয়েটার স্কিন জিন্স ছাড়াও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়। কোমরে বেল্ট রয়েছে এমন শীতের পোশাকও তরুণীরা বেছে নেন। হালকা শীতের উপযোগী পাতলা কাপড়ের সোয়েটারও চলছে বেশ। যারা শাড়ি পরতে ভালোবাসেন তারাও ব্লাউজের বদলে বোট নেক কিংবা হাই নেকের সোয়েটারের সঙ্গে দিব্যি জড়িয়ে নিচ্ছে পছন্দের শাড়িটি। ফ্যাশনের ব্যাপারে আজকাল নারীদের পাশাপাশি ছেলেরাও বেশ সচেতন।
এই সময় বিভিন্ন ধরনের জ্যাকেট, বুট, মাফলার, শাল, টুপি, সোয়েটার ইত্যাদি বেশি প্রাধান্য পায় ছেলেদের ফ্যাশনে। তবে আজকাল ভারী জ্যাকেটের চেয়ে শীতকালে সোয়েটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের কাছে। শীতকালে নিজেদের সুদর্শন দেখাতে এবং নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হরেক রকমের সোয়েটার গায়ে দিচ্ছেন ছেলেরা। পরিধানে ভারী জ্যাকেট এবং স্যুটের চেয়ে আরামদায়ক এবং উষ্ণ হওয়ায় এসব সোয়েটার বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মধ্যে।
ছেলেদের শীতের পোশাকে আছে নানা ধরনের সোয়েটার। গোল গলা, ভি গলা, চিকন কলারের এসব সোয়েটারে নানা ডিজাইনের বোতাম, চেইনের ব্যবহার করা হয় এখন। সোয়েটার কিছুটা পুরোনো ফ্যাশন হলেও বর্তমানে ছেলেদের অন্যতম পছন্দের শীত পোশাক এটি।
কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অফিস সব জায়গায়ই শীতের দিন ফ্যাশন হিসেবে শক্তপোক্ত জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার। শুধু কর্মক্ষেত্রে নয়, শীতের বিকাল কিংবা সন্ধ্যাকালীন আড্ডায়ও ছেলেদের জন্য আকর্ষণীয় পোশাক এখন সোয়েটার।
ঢাকার বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট থেকে শুরু করে সব ধরনের ছোট-বড় কাপড়ের দোকানে শীতকালে বেশ ভালোভাবে বিক্রি বেড়েছে ছেলেদের সোয়েটার। এ ছাড়াও নামিদামি ব্র্যান্ড থেকে শুরু করে জনপ্রিয় সব অনলাইন মার্কেটিং মাধ্যমগুলোও প্রতিনিয়ত বাজারে আনছে নতুন নতুন ডিজাইনের হরেক রকমের সোয়েটার।

More News...

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

শীতকালীন রোগ থেকে বাঁচতে যা করতে হবে