জাবি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে উপাচার্য বরাবর স্মারকলিপি

জাবি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে উপাচার্য বরাবর স্মারকলিপি
জাবি সংবাদদাতা: 
ক্যাম্পাসে মাদক নিরাময় ও প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মাদকাসক্তি প্রতিরোধে অতিদ্রুত মাদকবিরোধী সেল গঠনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নিকট স্মারকলিপি তুলে দেন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডোপ টেস্টের নিয়ম চালু করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এর অন্তর্ভুক্ত করা, ক্যাম্পাসের মাদক সরবরাহ ও সেবনের পয়েন্টগুলো চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বিভাগ ও হলগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সেলিং সভার আয়োজন করা।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বর্তমানে অধিকাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এক গবেষণার তথ্যে দেখা যায়, দেশ ও দেশের বাইরে ৬০ শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায় তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই তরুণ মাদকাসক্তি প্রতিরোধে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে কাজ করে যাচ্ছি।
সংগঠনটি এ পর্যন্ত দেশের সিংহভাগ জেলায় মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে ৩৭ লাখ শিক্ষার্থী মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলছে। তাই মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ক্যাম্পাসে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা করা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা (মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট সিস্টেম চালু, মাদকের সরবরাহ ও সিন্ডিকেট ভেঙে কঠোর পদক্ষেপ গ্রহণ, এবং হল-বিভাগগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা চালু) দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ পূরণ করে ক্যাম্পাসে মাদকাসক্তি প্রতিরোধে সফল হবে।

More News...

কুবিতে গুচ্ছ পদ্ধতি এবং পোষ্য কোটা বাতিলে অবস্থান কর্মসূচি

চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ