রানা আহমেদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি ঘোষণা দেন।
আংশিক কমিটিতে ঢাকা জেলা দক্ষিণে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাছাড়া মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহ সভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য পাভেল মোল্লা কেরানীগঞ্জের এবং শফিকুল ইসলাম নিরব নবাবগঞ্জ উপজেলা থেকে উঠে আসা ছাত্র নেতৃত্বে।